মাতামুহুরীতে ৫ শিক্ষার্থীর সলীল সমাধী, ৩ লাশ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধ, কক্সবাজার:

চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্থানীয় গ্রামার স্কুলের নিখোঁজ ৫ মেধাবী শিক্ষার্থীর সলীল সমাধী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১৪ জুলাই) বিকেল ৪ টার দিকে মাতামুহুরী ব্রীজের নিচে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ৫ শিক্ষার্থী হলো- ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পুত্র ১০ম শ্রেণীর ছাত্র সাজ্জাদ যাওয়াদ, একই বিদ্যালয়ের শিক্ষিকা জুলি ম্যাডামের ছেলে ১০ শ্রেণীর ছাত্র তৃণ ভট্টাচার্য, স্থানীয় আনোয়ার শপিং এর মালিক আনোয়ার হোসেনের ২ সন্তান ১০ম শ্রেণীর আমিনুল হোসাইন ও ৮ম শ্রেণীর মেরাজ হোসাইন এবং শওকত আলমের ছেলে ফরহাদ বিন শওকত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বিকেল ৪টায় মাতমুহুরী ব্রীজের দক্ষিণ পাশে বল খেলার পর গ্রামার স্কুলের ৬ শিক্ষার্থী মিলে মাতামুহুরী ব্রীজের নিচে নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে ৫ জন নিখোঁজ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তবে ৬ জনের একজন কোনমতে কুলে উঠতে পারলেও অন্য ৫ জনের শলীল সমাধী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরির দল এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করলেও সাড়ে ৯টায় পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ৩ জন হচ্ছে- যাওয়াদ, মেরাজ ও তৃণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন