২ দিন ধরে বিদ্যুতের দেখা নেই পেকুয়ায়

light_2527468f
পেকুয়া প্রতিনিধি :
দুই দিন ধরে পল্লী বিদ্যু না থাকায় পুরো পেকুয়া অন্ধকারে রয়েছে। গত ৯ জুন সন্ধ্যার পর থেকে ১০ জুন রাত ১২ টা পর্যন্ত আর বিদ্যুতর দেখা মেলেনি।

এলাকাবাসীর অভিযোগ, পবিত্র রমজানে বিশেষ করে তারাবির নামাজ ও সেহেরী খাওয়ার সময় পল্লী বিদ্যুতের বেশি বেশি লোডশেডিং থাকে। ফলে দুর্ভোগ পোহাতে হয় রোযাদারদের।

এ দিকে পেকুয়ায় পল্লী বিদ্যুত না থাকায় ছোট বড় কল কারখানাসহ ফটোষ্ট্যাট ও কম্পিউটার সবকিছু অচল হয়ে পড়েছে। পেকুয়া সাব রেজিষ্ট্রি অফিসে তাদের গুরুত্বপূর্ণ দলিল রেজিষ্ট্রি বা সম্পাদন করতে না পারায় নানা ধরণের সমস্যায় পড়ছে।

বিদ্যুতের অভাবে রোগীদের এক্সরে ও অন্যান্য পরীক্ষাও করা যাচ্ছে না। ফলে রোগীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। ফটোষ্ট্যাট ও কম্পিউটার ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদ্যুৎ না থাকার কারণে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে পেকুয়া পল্লী বিদ্যুতের অফিস সূত্র জানায়, বিদ্যুতের মেইন লাইনে কাজ চলছে তাই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আশা করি রাত্রেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন