হরতালে পিছিয়ে গেলো জেএসসি ও জেডিসি পরীক্ষা

পরিক্ষা

সিনিয়র স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের হরতালের কারণে গত বছরের মতো এবারও শুরু হওয়ার আগেই পেছালো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষা। শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, জেএসসির ২ নভেম্বরের পরীক্ষা ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ৩ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার রুটিন অনুযায়ী জেএসসি ও জেডিসির অন্যান্য সকল পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেয়ার প্রতিবাদে আগামী রবি ও সোমবার দেশব্যাপী হরতাল ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। এর পর থেকেই বিভিন্ন মহল থেকে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়।

প্রসঙ্গত, গেল বছরও ৪ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারণে তা শুরু হয় ৭ নভেম্বর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন