স্বৈরচার বিরোধী আন্দোলনে শহিদের কবরে আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন


চকরিয়া প্রতিনিধি:
১৯৮৭ সালের ৫ ডিসেম্বর স্বৈরচার বিরোধী আন্দোলনে অন্যতম লড়াকু সৈনিক তৎকালীন চকরিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি শহীদ দৌলত খানের ৩০তম শাহাদত বার্ষিকী মঙ্গলবার নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তার স্মরণে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও শহীদ দৌলত স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ৫ ডিসেম্বর সকালে দৌলত খানের জন্মভূমি কোনাখালীতে কোরআনখানি, দোয়া মাহফিল বিশেষ মোনাজাত করা হয়।

দুপুর বারোটার দিকে শহিদ দৌলতের খানের কবরে পুষ্পমাল্য অর্পন করেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া শহীদ দৌলত খান স্মৃতি সংসদের আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম প্রমুখ।

এদিকে বিকাল তিনটায় চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ভরামুহুরী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তব্য রাখেন, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সরওয়ার আলমসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন