সুপ্রীম কোর্টের সামনে থেকে মূর্তি অপসারনের দাবিতে রাঙামাটি ইসলামী আন্দোলনের স্মারকলিপি

Rangamati Islami andolon copy

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

সুপ্রীম কোর্টের সামনে স্থাপিত গ্রীক দেবীর মূর্তি অপসারনের দাবিতে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটি। রবিবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয় সুপ্রীম কোর্টের সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপনের মাধ্যমে মুসলিম জনতার চেতনায় আঘাত করা হয়েছে। যারা সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে এবং জাতীয় ঈদগাহের পাশে গ্রীক দেবির মূর্তি স্থাপন করেছে তারা অবশ্যই একটি অবিবেচকের কাজ করেছে। সংগঠনের পক্ষ হতে অবিলম্বে সুপ্রীম কোর্টের এ মূর্তি অপসারন করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন