সার্চ কমিটিতে নামের তালিকা জমা দিয়েছে আ’লীগ ও বিএনপি

51518_BNP copy

পার্বত্যনিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতে ৫ সদস্যের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব বরাবর চিঠির মাধ্যমে নামের তালিকা জমা দেয় আওয়ামী লীগ।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব বরাবর চিঠির মাধ্যমে নামের তালিকা দুই সদস্যের প্রতিনিধি দলের মাধ্যমে নামের তালিকা জমা দেয় জাতীয়তাবাদী দল বিএনপি।

 বিএনপি প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসসহ কয়েকটি রাজনৈতিক দল তাদের নামের তালিকা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব বরাবর চিঠির মাধ্যমে জমা দেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন