সাংবাদিকদের সমাজের কল্যাণে নিবেদিত হতে হবে: ব্রি. জেনারেল তোফায়েল

journal

সিনিয়র স্টাফ রিপোর্টার :
সাংবাদিকদের সমাজের কল্যাণে নিবেদিত হওয়ার পরামর্শ দিয়ে ২৪ পদাতিক আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি বলেছেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই তাদেরকে দায়িত্ব পালনে অধিকতর সচেতন হতে হবে। নিজেদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে হবে। দায়িত্ব পালনে মানবতাবাদী হতে হবে। সাংবাদিকতার অপব্যবহার থেকে দূরে থাকতে হবে।

তিনি শুক্রবার সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন।

গুইমারা রিজিয়নের বিএম মেজর নাজমুস সাকিব‘র সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রাব্বি আহসান, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রিয়াজুল কবীর, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

কর্মশালায় রিসোর্চ পারসন হিসেবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন ইংরেজী দৈনিক দি ইনডিপিন্ডেন্ট‘র সিনিয়র স্টাফ রিপোর্টার মো: তারেক মোর্তুজা, অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ‘র সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, বাংলাদেশ টু‘ডে‘র সহকারী সম্পাদক এম জহিরুল ইসলাম ও গাজি টিভি‘র খাগড়াছড়ি প্রতিনিধি মো: জসিম উদ্দিন মজুমদার।

গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত মাটিরাঙ্গা প্রেস ক্লাব‘র সার্বিক সহযোগিতায় দু‘দিন ব্যাপী এ প্রশিক্নণ কর্মশালায় গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলার ২৫জন সাংবাদিক ছাড়াও ছয়টি কলেজে অধ্যয়নরত ৫০জন ছাত্র-ছাত্রী শিক্ষানবীশ প্রশিক্ষণার্থী সাংবাদিকতা বিষয়ে এ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।

শনিবার কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ছাড়াও গুইমারা রিজিয়ন কমান্ডার ঘোষিত ‘সেরা সাংবাদিক সম্মাননা’ পুরস্কার তুলে দিবেন বাংলাদেশ প্রতিদিন‘র সম্পাদক নঈম নিজাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন