সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির ব্যানারে ইউপিডিএফ এর বৈসাবি শোভাযাত্রা

IMG_20170412_114021 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

“নির্বিঘ্নে বৈসাবি পালনের জন্য চাই গণতান্ত্রিক পরিবেশ, জাতিসত্তা হিসেবে চাই সাংবিধানিক স্বীকৃতি” এ শ্লোগান নিয়ে সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির ব্যানারে ঐতিহ্যবাহী বৈসাবি ( বৈসু,সাংগ্রাই,বিঝু) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বুধবার সকাল ৯.৩০টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর বাজার থেকে এ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নিজস্ব পোশাক, বাদ্যযন্ত্র, নানান রকমের প্রতিকৃতি নিয়ে নেচে, গেয়ে অংশ নেন খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা।

IMG_20170412_114244 copy

শোভাযাত্রা উদ্বোধন করেন খাগড়াছড়ির সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। এসময়  উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরাসহ ইউপিডিএফ, হিল উইমেন্স ফেডারেশনসহ পিসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈসাবি উদযাপন কমিটির ব্যানারে শোভাযাত্রাটির মূলে পাহাড়ের অনিবন্ধিত সংগঠন ইউপিডিএফ থাকায় অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে শোভাযাত্রার সামনে ও পিছনে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শহরের নিরাপত্তা ব্যবস্থা ছিলো জোরদার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন