সরকার পাহাড়ের মানুষকে সমতলের মানুষের ন্যায় এগিয়ে নিতে বদ্ধপরিকর: বৃষ কেতু

রাঙ্গামাটি প্রতিনিধি:

সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এ এলাকার মানুষের কল্যাণে হাতে নিচ্ছে এবং বাস্তবায়ন করছে। কারণ বর্তমান সরকার পাহাড়ের মানুষকে সমতলের মানুষের ন্যায় এগিয়ে নিতে বদ্ধপরিকর।

সোমবার (২০ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সভাকক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও কৃষকদের হাতে পাম্প মেশিন বিতরণকালে একথা বলেন।

তিনি বলেন, পার্বত্য এলাকার মানুষের কল্যাণে বর্তমান সরকার খুবই আন্তরিক। আজকের এই সেলাই মেশিন ও পাম্প মেশিন প্রদান সরকারের প্রকল্পের একটি অংশ। বর্তমান সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশে থাকারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই মেশিনগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। তবেই তোমাদের সফলতা আসবে।

দুর্গম এলাকার মানুষের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে কাজ করছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। তারই আলোকে রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলার ৫০জন দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও ১৮জন কৃষকের মাঝে পরিষদ হতে পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সদস্য সবির কুমার চাকমা, উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন