সরকার গত ১০ বছরে শিক্ষা খাতের অগ্রগতিতে ব্যাপক কাজ করেছে: জেলা প্রশাসক

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, সমতলের জেলা সমূহের ন্যায় পার্বত্য অঞ্চলেও সরকার গত ১০ বছরে শিক্ষা খাতের অগ্রগতিতে ব্যাপক কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় সরকারকে ভালো ফলাফল দিতে ব্যর্থ হয়নি এই অঞ্চলের শিক্ষার্থীরা। আর এর ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের আরও বেশি মনযোগ দিয়ে মানসম্মত, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করতে হবে। এজন্য শিক্ষকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার সকালে ২০১৭-১৮ অর্থ বৎসরের এলজিএসপি-৩ এর অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহেমদ রাসেল, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূরসহ অনেকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন