সদ্য প্রয়াত খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত’র স্বরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

সদ্য প্রয়াত খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত’র স্বরণে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শোকসভা হয়েছে।

শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, মোসলেম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, মাটিরাঙার সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ চৌধুরী,দপ্তর সম্পাদক (ভা:) আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভা:) জহির আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা মহিলা দলের সভানেত্রী সাহানাজ বেগম রুজি, জেলা বাস্তহারা দলের সভাপতি নুরুল আলম বাহাদুরুল হক বাহার, জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মো. রিয়াসদ, জেলা কৃষকদলের সভাপতি গফুর আহমেদ তালুকদার, জেলা জিয়া পরিষদের সভাপতি রতন ত্রিপুরা, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এম এ করিম, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন বাবু, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ফারুক, জেলা শ্রমিক দলের নুরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।শোকসভায় অনেক বক্তা বক্তব্য রাখতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।

বক্তারা মোস্তাফিজুর রহমান মিল্লাতের রাজনৈতিক কর্মময় জীবনি তুলে ধরেন এবং তার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি একজন বিচক্ষণ নেতাকে হারালো বলে উল্লেখ করেন।

১৬ জুন দুপুর ১.৫০টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদ্য ঘোষিত খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত। তার অকাল মৃতুতে জেলায় শোকের ছায়া নেমে আসে।

চলতি বছরের ২মার্চ খাগড়াছড়ি জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন, মোস্তাফিজুর রহমান মিল্লাত। কিন্ত ঐ মুহুর্তে তার ব্রেন ক্যানসার ধরা পরে। প্রথমে এ্যাপোলো এবং পরে ভারতে নেওয়া হয়। আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনীতিতে ত্যাগী ও আপোষহীন নেতা হিসেবে পরিচিতি মোস্তাফিজুর রহমান মিল্লাত আন্দোলন করতে গিয়ে বহুবার কারাভোগ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন