শ্রমিক দিবসে খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত ৫ নারী সংগঠনের সমাবেশ

IMG_20170501_155105

প্রেস বিজ্ঞপ্তি:

শ্রমিক দিবসে ১ মে(সোমবার) বিকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে ইউপিডিএফ কার্যালয়ের সামনে জনপ্রতিনিধি ও পেশাজীবি সমাবেশের আয়োজন করে ৫ নারী সংগঠন(হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, আত্মরক্ষা নারী কমিটি)।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে অস্তিত্ব রক্ষার আন্দোলন, নিপীড়িন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রামের পাশাপাশি বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে পেশাজীবি-ব্যবসায়ী-কৃষক-শ্রমিকসহ সকল শ্রেনিপেশার জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

এছাড়া ৫ নারী সংগঠনের পক্ষ থেকে ক্ষুদ্র ঋনের নামে অমানবিক শোষণ বন্ধ, উপযুক্ত কর্ম পরিবেশ ও মিল ফ্যাক্টরিতে নারীর নিরাপত্তা, নারী জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত করা, বিচার সালিশে নারীদের অংশগ্রহণসহ বিভিন্ন দাবিনামা পেশ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা। বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা, কার্বারী এসোসিয়েশনের সভাপতি ও খাগড়াছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বিজয়কেতন চাকমা, চেংগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বিশিষ্ট সমাজসেবী সুমিত্রা চাকমা, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউপির নারী কার্বারী মুক্তসোনা চাকমা, দিঘীনালা বাবুছড়া ইউনিয়নের মেম্বার প্রতিভা চাকমা।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন মেম্বার কুসুমতারা চাকমা, মহালছড়ি ৭ নং ওয়ার্ড মেম্বার তান্টুমনি চাকমা, দুরপুজ্জে নালা গ্রামের কার্বারী কুনেন্টু খীসা, লক্ষীছড়ি হেডম্যান চাইথোয়াই মারমা প্রমুখ। সভা পরিচালনা করেন নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন