শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে সংবর্ধনা

ramu-pic-02-copy

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কারণে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রিয়াজ উল আলমকে ফুলের তোড়া ও ক্রেষ্ট উপহার দিয়ে সংবর্ধিত করেছেন রামুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। বুধবার বাইপাসস্থ ব্যক্তিগত কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চৌ:, মন্ডল পাড়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম. আজগর হোছাইন, দক্ষিণ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ শর্মা, পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, উত্তর ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী বড়ুয়া, পূর্ব মোহাম্মদ পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালতি বড়ুয়া, কালার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাষ বড়ুয়াসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সংবর্ধিত অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা রিয়াজ উল আলম বলেন,  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা অনেক বেশী। কারন আপনাদের প্রকৃত শিক্ষায় একজন শিক্ষার্থী উন্নত শিক্ষা লাভ করে থাকেন। তাই শিক্ষার্থীদেরকে দেশের ইতিহাস ঐতিহ্য ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস শিক্ষা দিতে হবে। তিনি রামুকে শিক্ষা শহর হিসেবে পরিণত করতে সকলের সহযোগীতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন