শিক্ষার জন্য যারা ত্যাগ স্বীকার করেন, তারাই শ্রেষ্ঠ সমাজসেবক: সাংসদ কমল

11

নিজস্ব প্রতিবেদক:

রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বর্তমান সরকারের আমলে রামুতে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী অগ্রগতি হয়েছে। বিগত কয়েক বছরে রামুতে অনেকগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বা শিক্ষার জন্য যারা ত্যাগ স্বীকার করেন, তারাই শ্রেষ্ঠ সমাজসেবক। চাকমারকুল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন সাইফুল ইসলাম। তার মতো ব্যক্তিই এখন সমাজে বেশী প্রয়োজন।

সাংসদ কমল শুক্রবার বাদজুমা রামুর চাকমারকুল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাকমারকুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, বিদ্যালয় কমিটির সহ সভাপতি ও রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর, বিশিষ্ট ব্যবসায়ি নুরুল হক, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম, কলঘর আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরিফুল হক, লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য মো. ইউসুফ ও বেলাল উদ্দিন, শিক্ষানুরাগী মাস্টার সলিম উল্লাহ, আমির হোসাইন সিকদার, জহুর আলম, সাংবাদিক সোয়েব সাঈদ, আবুল কাসেম, শাহ আলম প্রমূখ।

এর আগে বিদ্যালয়ে পৌঁছে প্রধান অতিথি সাংসদ সাইমুম সরওয়ার কমল চাকমারকুল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন, কলঘর আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরিফুল হক।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের তিন বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে স্কুল পার্টি উদযাপন এবং বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারি শিক্ষক আবদুল্লাহ আল মাছুম, আবুল কালাম, আজিজুল হক, সুপ্তা শর্মা, নুসরাত পারভীন, শামিমা আকতার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন