শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের সম্প্রীতির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

শারদীয় দুর্গা পূজা উৎসব আনন্দঘন সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিয়ে শনিবার বিকালে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে সম্প্রীতির সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রশাসন।

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আমহেদ খান জানান, জেলার পূজা মন্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেব চিহিৃত করে দুর্গাপুজা শান্তিপূর্ন পরিবেশে উদযাপনে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে।

মোতায়েন থাকবে ১০টি মোবাইল ও ২৪টি স্টাইকিং ফোর্সসহ পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য। এ ব্যবস্থা থাকবে ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, জেলা আনসার কমান্ডার এ এইচ এম মেহেদী হাসান,  জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদর্শন দত্ত, সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু, মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত জাকির হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. যোবাইল হক, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান, লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ ইকবাল ও মাটিরাঙা জামে মসজিদের খতীব হারুন অর রশিদ।

এছাড়াও মতবিনিময় সভায় জেলার প্রত্যেক পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলায় ৪৯টি মন্ডপে শারদীয় উৎসব হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন