শহীদ জিয়া ছিলেন স্বনির্ভর বাংলাদেশের রূপকার

ramu pic bnp 19.01

প্রেস বিজ্ঞপ্তি

রামুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিনটায় রামু চৌমুহনীস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা বিএনপির সভাপতি এসএম ফেরদৌস।

সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক, আধুনিক দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দৃষ্টান্ত দেখিয়েছিলেন, তা বিশ্বে বিরল। তিনি ছিলেন, স্বনির্ভর বাংলাদেশের রূপকার। এমন সফল রাষ্ট্রনায়কের আদর্শ লালন করেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে উন্নয়নশীল দেশ গঠনে ভূমিকা রেখেছেন। অথচ আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার জোরে উন্নয়নের পরিবর্তে লুটপাট আর গণতন্ত্রকে কবর দিয়ে আবারও সেই বাকশাল কায়েম করেছে। এ দুঃশাসন আর লুটপাটের জবাব বাংলার মানুষ নিশ্চয় দেবে।

রামু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির উপদেষ্টা আখতারুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান চৌধুরী, প্রচার সম্পাদক শাহনুর উদ্দিন বাবু, রামু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, রামু উপজেলা ছাত্রদলের সহ সভাপতি এইচএম মাসুদ, ছাত্রনেতা মিথুন বড়ুয়া বোথাম, ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনোয়ার আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবদলের সভাপতি হালিমুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউছার আলম ইমু, কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনজুর আলম, যুবদল নেতা হেমসেল, আবদুল গনি, মো. সোহেল, নুরল আলম, আবদু রহিম, ইসমাঈল, আনোয়ার, শহিদুল ইসলাম, আবদুল্লাহ, সরওয়ার, এহছান, শওকত, সাহেদ উল্লাহ প্রমুখ।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন