লোগাঙ গণহত্যা দিবসে আলোচনা সভা

প্রেসবিজ্ঞপ্তি:

লোগাঙ গণহত্যার ২৬তম বার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা, স্থিরচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (১০এপ্রিল) বিকেলে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা সদর স্বনির্ভরের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কার্যালয়ের সামনে এ আলোচনা সভা, স্থিরচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।

এসময় তারা লোগাঙ গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সকল গণহত্যার শ্বেতপত্র প্রকাশ ও হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

পরে স্থিরচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন