লামায় মাতামুহুরী নদীতে কাঠের সেতু

Bandarban pic-27.1

নিজস্ব প্রতিকবেদক:

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীর মেরাখোলা-রাজবাড়ি পয়েন্টে নির্মিত কাঠের সেতুর শুক্রবার উদ্বোধন করা হয়েছে। ওই এলাকায় স্থানীয় জনগণের যোগাযোগের সুবিধার্থে লামা সদর ইউনিয়ন পরিষদ প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ৮৫ মিটার দীর্ঘ কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণের ফলে যেমন শিক্ষার প্রসার ঘটবে তেমনি কৃষি পন্য বাজার জাত করার সহজতর হয়েছে।

সেতুটি নির্মাণের ফলে দীর্ঘদিন পর লামা সদর ইউনিয়নের সাথে যোগাযোগের পথ সুগম হয়েছে। ক্ষনস্থায়ী কাঠের সেতু নির্মাণের ফলে রিক্সা, মোটর সাইকেল, ভ্যান চলাচলের পথ সুগম হওয়ায় সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন’র প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা।

স্থানীয় আজিজুর রহমান জানান, মাতামুহুরী নদীতে কাঠের সেতুটি নির্মাণের ফলে মেরাখোলা, ছোটবমু, বইল্যার চরসহ আশপাশের গ্রামের সড়কগুলোতে সেতুবন্ধন তৈরি হয়েছে। পাশাপাশি ইউনিয়নের প্রায় ৩/৪ হাজার কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত সহজতর হয়েছে।

লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, মাতামুহুরী নদীর রাজবাড়ি-মেরাখোলা পয়েন্টে সেতু নির্মাণে দুপারের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নির্দেশে কাঠের সেতুটি নির্মিত হয়েছে। ফেব্রুয়ারি মাসে এ পয়েন্টে মন্ত্রী গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করার কথা রয়েছে।

মেরাখোলা নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, নদীতে কাঠের তৈরি সেতুটি নির্মাণের ফলে তাদেরকে আর নৌকার জন্য অপেক্ষা করতে হবে না বা পায়ে হেঁটেই নদী পার হতে হবেনা।

লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, যতদিন গার্ডার ব্রিজের কাজ শেষ হবে না, ততদিন প্রতি বছর একইভাবে কাঠের সেতু তৈরি করে জনযোগাযোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন