লংগদুতে শিক্ষা সপ্তাহের সমাপনীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, লংগদু:

রাঙামাটির লংগদু উপজেলায় ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা’ এই শ্লোগানকে সামনে রেখে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ সমাপনীতে শিক্ষক সমাবেশ ও ২০১৭সালে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২মার্চ) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা সন্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষক সমাবেশে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

তিনটিলা সরকারী প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বান্টি চাকমার পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তিনটিলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, উপজেলা নির্বাচন অফিসার মো. জমির উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জগদিশ চাকমা, লংগদু থানার এসআই দুলাল হোসেন পিপিএম, রাঙামাটি জেলা শিক্ষক সমিতির সহ সভাপতি সুনীতি চাকমা।

সমাপণী অনুষ্ঠানে অতিথিগন লংগদু উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৪৮ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্বরুপ ক্রেস্ট তুলে দেন।
এসময় গুলশাখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাঙামাটি জেলায় শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকেও ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন