লংগদুতে অগ্নিসংযোগ ও সহিংসতায় দোষীদের আইনের আওতায় আনার  জন্য থানচিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ।

 

IMG_9591 (1) copy

থানচি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার লংগদুতে ২জুন পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে থানচিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে । বুধবার সকাল ১০টা থানচি বাজার প্রাঙ্গনের জনসংহতি সমিতি থানচি উপজেলার উদ্যোগে এই মানববন্ধন করেন । ২ঘন্টার এই মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য মংসিংশৈ মারমা, সাধারণ সম্পাদক থুইমংপ্রু মারমা, সভাপতি মংছোরী মারমা, জনসংহতি সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সম্পদ ম্রো, সাংগঠনিক সম্পাদক মংসাচিং মারমা, সাধারণ সম্পাদক মেমংপ্রু মারমা, সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা(পকশৈ)প্রমূখ।

বক্তারা আদিবাসীদের আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ী ও ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনসহ বিভাগীয় তদন্ত টিম গঠন ও দোষীদের শাস্তি দেয়ার দাবী জানান ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন