রোয়াংছড়িতে জাতীয় টিকা দিবসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়

Rowangchari pic 16.7

রোয়াংছড়ি প্রতিনিধি:

শিশুমৃত্যু হ্রাস, অন্ধত্ব প্রতিরোধ্যে ছয় মাস থেকে পাঁচ বছরে বয়স শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন খাওয়ানো হয়। ১১ মাস শিশুদের প্রত্যেককে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, যেসব শিশুর বয়স ৬ মাস তাদের জাতীয় ভিটামিন ‘এ’ নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস শিশুকে লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রত্যেকটি ক্যাম্পেইন খাওয়ানো হয়।

এ সময় সহকারি স্বাস্থ্য পরিদর্শক উথোয়াই খই মামরা জানান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৬ লক্ষমাত্রা ৬ থেকে ১১ মাস ৪১৬ জন নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস ৩০৭৮ জন লাল রঙের ক্যাপসুল রোয়াংছড়ি উপজেলা ৪টি ইউনিয়নের ১০০টি ভ্রম্যমাণ কেন্দ্রে মধ্যে স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকরা এ ক্যাপসুল খাওয়ানো হয় বলে জানিয়েছে। তিনি আরো জানান, নিয়মিত ক্যাম্পেইনের কারণে রাতকানা, অন্ধত্ব থেকে রক্ষা করেন। এটি শিশুমৃত্যুর হার হ্রাস পেতে সাহায্য করে এবং ডায়রিয়া মাত্রা ও জটিলতা কমায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন