রোহিঙ্গা বিষয়ে রাষ্ট্রের আচরণই করতে হবে আমাদের

Ayin Srengkola copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় এপ্রিল মাসের মাসিক উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

আইন শৃঙ্খলা সভায় ইউএনও এসএম সরওয়ার কামাল তার বক্তৃতায় বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে রাষ্ট্রের আচরনই করতে হবে আমাদের। কোন ভাবেই তাদের আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না’। এজন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের ভূমিকা রাখতে হবে। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে পাহাড় কর্তণ, পাথর উত্তোলন, রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ, ও অবৈধ ফার্মেসির বিরুদ্ধে অভিযানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আইন শৃঙ্খলা সভায় থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির জানান, সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গি তৎপরতার কারণে পুলিশ প্রশাসন অতিরিক্ত সর্তকতায় রয়েছে। নাশকতা, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা মূলক সভা করা হচ্ছে মাঠ পর্যায়ে। এলাকায় যে কোন অপরিচিত ব্যক্তির আনাগোনা হলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, এমপি’র প্রতিনিধি খাইরুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মো. ইমরান মেম্বার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, আওয়ামী লীগ নেতা ডা. সিরাজুল হক।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুল্লাহ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, ৩১ বিজিবি’র প্রতিনিধি খুরশেদ আলম, প্রেসক্লাব উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল বশর নয়ন প্রমুখ।

সভার পর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের সমস্যা, কার্যক্রম নিয়ে আলোকপাত করা হয় । এবং বিভিন্ন স্টাডিং কমিটির কর্ম পরিধি নিয়ে বিশদ ভাবে আলোচনা করা হয়।

উল্লেখ্য, উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় উপজেলার প্রত্যেক দপ্তরের কর্মকর্তাদের বাধ্যতামূলক উপস্থিত থাকার কথা থাকলেও অধিকাংশ কর্মকর্তা সভায় আসেন না। বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায়ও এ পরিস্থিতির কারণে ক্ষোভ প্রকাশ করেন ইউএনও।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন