রুমায় সরকার নির্দেশিত সময়ে ভিজিএফ চাল বিতরণ অনিশ্চিত

fec-image

অনিয়ম

রুমা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রুমা উপজেলার অনুকূলে দু:স্থ ও অসহায় ৬ হাজার ১১২ পরিবারের মাঝে সহায়তা হিসেবে ভিজিএফ চাল বিতরণ করতে ৬১ মেট্রিক টন ১২০ কেজি চাল বরাদ্ধ পাওয়া গেছে। ত্রাণ মন্ত্রণালয় জেলা প্রশাসনের মাধ্যমে এ চাল বরাদ্দ প্রদান করেছে। তবে দু’টি ইউনিয়নে এখনো চাল আসেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায় উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে রুমা সদর ইউনিয়নে ২ হাজার ৪৯২ পরিবারের বিপরীতে মাথাপিছু ১০ কেজি হারে ২৪ মেট্রিক টন ৯২০ কেজি, পাইন্দু ইউনিয়নে ১ হাজার ৩৬৭ পরিবার  বিপরীতে ১৩ মেট্রিক টন ৬৭০ কেজি, রেমাক্রীপ্রাংসা ইউনিয়নে এক হাজার ২৪ পরিবারের বিপরীতে ১০ মেট্রিক টন ২৪০ কেজি ও গালেঙ্গ্যা ইউনিয়নে এক হাজার ২২৯ পরিবারের বিপরীতে ১২ মেট্রিক টন ২৯০ কেজি চাল উপ-বরাদ্দ দিয়েছে সরকার। এসব চাল আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আবশ্যিকভাবে বিতরণের নির্দেশনা রয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে রোববার (৪সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত  গালেঙ্গ্যা ও রেমাক্রী প্রাংসা ইউনিয়নের কোনো ভিজিএফ চাল পৌঁছেনি। ফলে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে উপকারভোগীদের চাল বিতরণের কোনো নিশ্চয়তা নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন