রামু কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত

ramu pic k kop school 29.01

রামু প্রতিনিধি:

রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব বলেছেন, কেবল পড়ালেখা ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে পড়ালেখার পাশাপাশি ভদ্র আচরণ, সামাজিক ও মানবিক মূল্যবোধ তৈরী এবং ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। এসব কিছু থাকলেই আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে। এজন্য অভিভাবক, শিক্ষক সহ সকলকে দায়িত্বশীল হতে হবে।

রবিবার রামু উপজেলার ঐতিহ্যবাহী কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া।

সহকারী শিক্ষক দেবাশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও শিক্ষানুরাগী ওসমান সরওয়ার মামুন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য শহীদুল্লাহ সিকদার, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, বিদ্যালয় অভিভাবক সদস্য মীর কাসেম, নুরুল আলম, আবদুল খালেক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী হায়দার, সহকারী শিক্ষক ওসমান গনি, প্রনব বড়ুয়া, মোহাম্মদ আবদুল্লাহ ও মোস্তফা কামাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছৈয়দ আলম, লুৎফুন্নাহার, রহিমা বেগম, আনজুমান আরা এনি, নাছির উদ্দিন, আবদুল্লাহ (ছোট), ওবাইদুল্লাহ, রাশেল প্রমুখ ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে মিল্কী ধর এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মরজিনা আক্তার মানপত্র পাঠ করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জোবাইর উদ্দিন, আবদুস শুক্কুর ও আবদুল গফুর বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, অষ্টম শ্রেণির ছাত্র আবদুল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন