রামু উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন ফতেখাঁরকুলের ফরিদুল আলম

রামু প্রতিনিধি:

রামু উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে উপজেলা নির্বাহী অফিসার মোহা. শাহজান আলি ফরিদুল আলমকে শ্রেষ্ঠ চেয়ারম্যান ঘোষণা করেন।

স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড, ট্যাক্স আদায় ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগনকে সেবা প্রদানসহ অন্যান্য কার্যাবলী সফলতার সাথে পরিচালনায় বিশেষ অবদান রাখায় তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বীকৃতি লাভ করেন।

ফরিদুল আলম রামু ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল গ্রামের মরহুম এলাহাদাদ হোসেনের সন্তান। ইতিপূর্বে তিনি সফলতার সাথে ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদুল আলম।

ব্যক্তিগত জীবনে ফরিদুল আলম ৪ সন্তানের জনক ও ব্যবসায়ি। এলাকায় অসাম্প্রদায়িক সজ্জন মানুষ ও জনপ্রিয় নেতা হিসেবে সর্বাধিক পরিচিত তিনি।

এদিকে ফরিদুল আলম উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর ফতেখাঁরকুলে ছড়িয়ে পড়লে সর্বত্র আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম সাংবাদিকদের জানান, রামু উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের এ স্বীকৃতি আমার নয়। এ স্বীকৃতি আমার নেতা কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের মানননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রিয়াজ উল আলম ও সমগ্র ফতেখাঁরকুল ইউনিয়নবাসির।

তিনি ফতেখাঁরকুলসহ রামুবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন