রামুর বাঁকখালী নদীতে স্কুল ছাত্র নিখোঁজ

fec-image

রামু প্রতিনিধি:

রামুর বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র ফরহাদ উদ্দিন। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম উমখালী আবু বক্কর পাড়ায় শুক্রবার (১১মে) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফরহাদ উদ্দিন স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী কলিম উল্লাহর ছেলে।

ফরহাদের স্বজনরা জানান, বিকালে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নদীতে খেলায় মেতে উঠে একদল শিশু। এসময় আকষ্মিকভাবে পানিতে ডুবে যায় ফরহাদ। এসময় আতঙ্কিত অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারে নেমে পড়ে। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয়রা। সন্ধ্যায় কক্সবাজার ফায়ার সার্ভিসের দমকল কর্মীরাও নদীতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে ডুবুরী দলকে অবহিত করা হয়েছে। শনিবার (১২ মে) সকালে ডুবুরী দল এসে উদ্ধার অভিযান শুরু করবে।

তিনি আরও জানান, ফরহাদ উদ্দিন কলিম উল্লাহর একমাত্র পুত্রসন্তান। তার আরও ৫ মেয়ে রয়েছে। একমাত্র পুত্র সন্তান নিখোঁজ হওয়ায় পরিবারটিতে শোকের মাতম চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন