রামুতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ‘মনষা পূজা’ পালিত

Screenshot_2016-08-17-16-48-4442222 copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী মা মনষা পূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকেই রামু চৌমুহনী সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন মন্দিরে চলে নানা আয়োজন। দুপুরে ভক্তরা ফুল, দুধ-কলাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মনষা দেবীর নামে উপোষ থেকে পূষ্পাঞ্জলী প্রদান করেন। শেষে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন।

এদিকে রামু সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী জানান উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের মন্দিরসহ ১১টি ইউনিয়নের ১৫৭টি মন্দিরে মনষা পূজা পালন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন