রামুতে `প্রজন্ম’ ৯৫ মেধাবৃত্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ

রামু প্রতিনিধি:

রামুতে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হয়েছে `প্রজন্ম’৯৫ মেধা বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৪ ডিসেম্বর) রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে রামুর ঐতিহ্যবাহী সংগঠন প্রজন্ম’৯৫ শিক্ষা ট্রাস্ট এ পরীক্ষার আযোজন করে।

এবার রামু উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্য ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩জন, সাধারণ গ্রেডে ৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ট্যালেন্টপুল যথাক্রমে মো. নজরুল ইসলাম শাকিব (রোল-৪৬৭,বাঁকখালী উচ্চ বিদ্যালয়), নাসিফা তামজিদ নুর নোভা (রোল-৪৭৪,বাঁকখালী উচ্চ বিদ্যালয়), ফাওজিয়া শাওরিন তাসনিম ( রোল- ৫১০, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়)।

এছাড়াও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে যথাক্রমে সিদরাতুল মুনতাহা মীম ( রোল- ৫৬০, রামু বালিকা উচ্চ বিদ্যালয়), তাছনিম খানম (রোল-৫২৮, মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুল), আফসানা মোনতাহা (রোল- ৫১৬, জারাইলতলী উচ্চ বিদ্যালয়), আব্বাস উদ্দিন (রোল-৫৪৯, এ.কে আজাদ উচ্চ বিদ্যালয়), মাইমুনা আক্তার (রোল-৫৭৯, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়), আরমান আশাদ বাবু( রোল-৪৮৬, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়)।

এর আগে দুপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান ও রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে। পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাধন কুমার দে, রামু সরকারি কলেজের শিক্ষক মুজিবুল আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৌলানা বখতেয়ার আহম্মদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু, নাইক্ষ্যংছড়ি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইজত উল্লাহ, সাংবাদিক নীতিশ বড়ুয়া, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমুখ।

সন্ধ্যায় ফল প্রকাশ অনুষ্ঠানের বক্তব্য দেন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাধন কুমার দে, রামু সরকারি কলেজের শিক্ষক মুজিবুল আলম, সুশাসনের জন্য নাগরিক সুজন রামুর সভাপতি মাস্টার মো. আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৌলানা বখতেয়ার আহম্মদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু,নাইক্ষ্যংছড়ি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইজত উল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, প্রজন্ম’৯৫ মেধা বৃত্তি পরিচালনা পর্ষদের আহবায়ক পিপলু বড়ুয়া কমল, সদস্য সচিব মোহাম্মদ নজিবুল আলম, সহ-সভাপতি রেজাউল আমিন মোরশেদ প্রমুখ।

আয়োজকেরা জানান, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় রামু বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়, বাঁকখালী উচ্চ বিদ্যালয়,রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়, চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১২৩ জন শিক্ষার্থী অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন