রামুতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ramu pic manobbondon 06.04

রামু প্রতিনিধি:

রামুতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজার ইয়ুত ট্রেনিং সেন্টার সম্মুখে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ব্লাস্ট-ইপসা সিএলএস প্রকল্পের রামু আইন সহায়তা জোট। মানববন্ধনে ইপসা আইন সহায়তা জোটের সদস্য ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীর ও বিভিন্ন পেশার নারী পুরুষ অংশ নেন।

আইন সহায়তা জোটের সদস্য জোসনা আকতার বলেন, বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে তা থেকে মুক্তির জন্য সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানববন্ধন চলাকালে আরো বক্তব্য রাখেন ব্লাস্ট-ইপসা সিএলএস প্রকল্পের মনিটরিং এ্যন্ড ডকুমেন্টেশন অফিসার এ কে এম মনিরুল হক, উপজেলা ম্যনেজার রায়হান উদ্দিন আহমেদ এবং রামু সিএলএস কেন্দ্রের এফ এফ মোহাম্মদ রশিদ আজাদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন