রাবার ড্যাম নির্মাণের কারণে চাষাবাদে প্রাণ ফিরে পেয়েছে কৃষক সমাজ

DSC_0288 copy

রামু প্রতিনিধি:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অংশ গ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ মনিরঝিল-সোনাইছড়ি উপ-প্রকল্প হস্তান্তর চুক্তিনামা অনুষ্ঠানে প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার বলে উল্লেখ করে বলেন, সরকার কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে রাবার ড্যাম প্রকল্প হাতে নিয়েছে। মনিরঝিলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মনিরঝিল-সোনাইছড়ি খালে রাবার ড্যাম নির্মাণ হওয়ায় শুস্ক মৌসুমে শত শত একর অনাবাদী জমি চাষাবাদের আওতায় চলে আসায় প্রাণ ফিরে পেয়েছে কৃষক সমাজ। স্থানীয়দের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। চাষীরা ফলন উৎপাদনের মাধ্যমে খাদ্যের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে।

বৃহস্পতিবার মনিরঝিল রাবার ড্যাম সংলগ্ন মাঠে চুক্তিনামা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম শাহেদুল রহিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য চেয়ারম্যান শামসুল আলম, রামু এলজিইডি প্রকৌশলী মাসুম আল মামুন, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ।

মনিরঝিল-সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির গ্রহণকারী মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম সার্ভেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে যুবলীগ নেতা নবীউল হক আরকান, ইউপি সদস্য জহির, হাবিবুল্লাহ, সাহেদুল ইসলাম পিএ, নুরুল আমিন মেম্বার, আবদুল মালেক মেম্বার, নেবু রানী মেম্বার, আনার কলি মেম্বার, রফিক মেম্বার, ছেনুয়ারা মেম্বার, সমিতির সহ সভাপতি ফেরদৌস গোলাপ, কোষাধ্যক্ষ আবদুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা কমিটির কাছে হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন