রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত সকলকে সরকার পুর্ণবাসন করবে: দীপংকর তালুকদার

নিজস্ব প্রতিনিধি:

দীপংকর তালুকদার বলেন, রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত সকলকে সরকার পুর্ণবাসন করবে। খুব সহসা এ পুর্ণবাসনের কাজ শুরু হবে।

শুক্রবার (২৮জুলাই) দুপুরে রাঙ্গামাটি পৌরসভা সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে চাল বিতরণ কালে এ কথা বলেন।

রাঙ্গামাটিতে ১৩জুন ঘটে যাওয়া ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ শহরের ৪১টি বিভিন্ন শ্রমিক সংগঠনের ৪ হাজার শ্রমিকের প্রত্যেকে ২০ কেজি করে ৮ মেট্রিক টন চাল বিতরণ করেছে রাঙ্গামাটি পৌরসভা।

অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলর কালায়ন চাকমা, বিল্লাল হোসেন টিটু ও পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুনের পাহাড় ধ্বসের ঘটনায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে এবং সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে বিভিন্ন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় রাঙ্গামাটির বিভিন্ন পেশার শ্রমিকরা মানবেতর দিন কাটাচ্ছে। রাঙ্গামাটি পৌরসভা এ সব শ্রমিকদের দূর্দশা নিরসনে এ খাদ্য সহায়তা প্রদান করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন