মিরপুর ভাসছে ঝড়-বৃষ্টিতে

Rain1457265614

ক্রীড়া ডেস্ক:

ভারত বধে প্রস্তুত টাইগাররা। কিন্তু দুপুর থেকেই মিরপুরের আকাশ মেঘলা । অবশ্য আবহাওয়া অধিদপ্তর অনেক আগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিলেন। অবশেষে সেই পূর্বাভাসই সত্যি হল। সন্ধ্যা পৌনে ছয়টায় হঠাৎ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি থামলেও সাড়ে ছয়টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এমন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত এশিয়া কাপ ফাইনাল ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টি শুরুর পরই মাঠকর্মীরা দ্রুত মিরপুরের সবুজ উইকেট ত্রিপল দিয়ে ঢেকে দেন। ১৫ মিনিট ত্রিপল দেওয়া ছিল। এর পরই সেগুলো উঠিয়ে নিতে শুরু করেন মাঠকর্মীরা। কিন্তু খানিক বাদেই ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। এই মুহূর্তে স্টেডিয়ামের বিদ্যুৎও নেই। পুরো স্টেডিয়াম অন্ধকারে ঢাকা।

বাংলাদেশের ক্রিকেটাররা বিকেল পাঁচটার পর স্টেডিয়ামে চলে আসেন। সবার আগে মুশফিকুর রহিম ব্যাটিং অনুশীলন করেন। চলে তার কিপিং অনুশীলনও। খানিক বাদে ভারতীয় দলও মাঠে প্রবেশ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন