মানিকছড়ির ডাইনছড়িতে ফুটবল টূর্ণামেন্ট সম্পন্ন: মুসলিম পাড়া একাদশ চ্যাম্পিয়ন

2 No

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল ঢাকাইয়া শিবির মাঠে সম্পন্ন হয়েছে। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকারে মুসলিম পাড়া শাপলা একাদশ ৩-২গোলে উত্তরডলু রংধনু একাদশকে পরাজিত করেছে।

ফুটবল প্রেমী মানিকছড়ির প্রত্যন্ত অঞ্চল বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ গ্রামীণ খেলাধুলার অংশ হিসাবে এবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। পক্ষকাল ব্যাপী চলমান এ টুর্ণামেন্টে গতকাল শুক্রবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মুসলিম পাড়া শাপলা একাদশ বনাম উত্তরডলু রংধনু একাদশ। জনবহুল এলাকা ঢাকাইয়া শিবির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলা শুরু হওয়ার আগেই চারিদিকে দর্শকদের ঢল নামে।

বেলা সাড়ে ৩টায় উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করলে বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মোহনসহ অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বে অংশ নেন। পরে প্রধান রেফারী মোঃ আনোয়ার হোসেন, সহকারী রেফারী মোঃ এমরান হোসেন ও আশ্রাফুল ইসলাম খেলা শুরু করান। নির্ধারিত (৩০+১০+৩০) সময়ে উভয় দলের খেলোয়াড়রা চমকপদ খেলা উপহার দিলেও কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলা অতিরিক্ত (৫+৫) সময়ে গড়ায়। সেখানেও গোল শূণ্য ড্র হয়। ফলে খেলাটি সরাসরি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে মুসলিম পাড়া শাপলা একাদশ ৩-২গোলে উত্তরডলু রংধনু একাদশকে পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মোহন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এস,এম রবিউল ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আরব আলী প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন