মানিকছড়িতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়েছেন পরীক্ষার্থী পাপড়ী সুলতানা সোনিয়া (রোল নং-১২৩৫৬৪)। ফলে বুধবার বিজ্ঞান বিভাগের শেষ পরীক্ষা কৃষি শিক্ষা বিষয়ে ওই ছাত্রীর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব মো. মোফাজ্জল ইসলাম।

কেন্দ্র ও পুলিশ এবং নিখোঁজ ছাত্রীর অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী পাপড়ী সুলতানা সোনিয়া এবার নিয়মিত পরীক্ষার্থী।

বুধবার বিজ্ঞান বিভাগের শেষ পরীক্ষা কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বুধবার সকালে ওই ছাত্রী উপজেলার গাড়িটানা নিজ বাড়ি থেকে ছোট বোন ও চাচা মো. আনোয়ার হোসেন’র সাথে কেন্দ্রে আসে এবং সহপাঠিদের সাথে কক্ষে প্রবেশ করে। কিন্তু পরীক্ষা শুরুর ২৫/৩০ মিনিট পূর্বে সহপাঠিদের চোখ ফাঁকি দিয়ে সে রুম থেকে বের হয়ে যায়।

পরীক্ষা শুরুর পর কক্ষে দায়িত্বরত শিক্ষকরা পরীক্ষার্থীদের উপস্থিতির স্বাক্ষর নিতে গিয়ে দেখেন নিয়মিত পরীক্ষায় অংশ নেয়া ছাত্রীটি অনুপস্থিত। ফলে বিষয়টি হল সুপারসহ কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে হল সুপারসহ দায়িত্বরত শিক্ষক বিষয়টি নিশ্চিত করার জন্য বিভিন্ন রুমে খোঁজ নিয়ে কোন হদিস না পেয়ে ছাত্রীর অভিভাবককে অবহিত করেন। খবর পেয়ে অভিভাবক প্রবাসী মো. বেলাল হোসেন’র স্ত্রী নূর জাহান বেগম এবং চাচা আনোয়ার হোসেন দ্রুত কেন্দ্রে ছুঁটে আসেন।

এদিকে ছাত্রী নিখোঁজের খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম প্রথমে বিষয়টি পুলিশকে অবহিত করলে থানার এএসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কেন্দ্রে আসেন এবং ছাত্রী পাপড়ী সুলতানা সোনিয়া (রোল নং-১২৩৫৬৪) বিষয়টি লিখিতভাবে থানায় জানাতে অভিভাবককে নির্দেশ দেন। এ সময় নিখোঁজ ছাত্রীর চাচা আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি প্রতিবেশি এক ছেলে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। তার ধারণা প্রেম ঘটিত কারণে ওই ছেলে এমনটি ঘটিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন