মাদকসেবী ও সন্ত্রাসীদের কোন জাত বা দল নেই: লে. কর্নেল কাজী শামশের উদ্দিন

 

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গার দুর্ধর্ষ ইয়াবা ব্যাবসায়ী মো. সাইফুল ইসলামকে আটকের কথা উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসি-জি বলেছেন, মাদকসেবী ও সন্ত্রাসীদের কোন জাত বা দল নেই। ইয়াবা ব্যাবসায়ী, সেবী ও সন্ত্রাসীদের সঠিক তথ্য দিয়ে নিরাপওাবাহিনীকে সহযোগীতা করার আহবান জানান তিনি। মাদক ব্যবসায়ীদের কোন ধরনের ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাদাত হোসেন টিটো, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. জোবায়েরুল হক, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও মাটিরাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল বাশার মিয়াজী প্রমূখ।

একটি মহল পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, যারা পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা। পাহাড়ে সকল জাতি-গোষ্ঠীকে মিলেমিশে বসবাস করারও আহ্বান জানিয়ে তিনি বলেন, এ পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্মভুমি এসত্য সকলকেই উপলব্ধি করতে হবে।

এসময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী, মাটিরাঙ্গা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, যুগ্ম-সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমল ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন