মাত্র ৪০ হাজার টাকার অভাবে পানছড়ির রাফির অপারেশন হচ্ছে না

Rafi Pic copy

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোল্লাপাড়া গ্রামের শহীদ ইকবাল জামে মসজিদের পাশেই বাস করে মৃত আমির হোসেনের মেয়ে জাহানারা বেগম। জাহানারা নিজেও একজন বাক প্রতিবন্ধী। তার মেয়ে নুর নাহারের রয়েছে ৩ বছরের ফুটফুটে ছেলে রাফি। রাফির বয়স যখন এক বছর তখন তার বাবা রবিউল হাসান নিরুদ্দেশ হয়ে যায়। অদ্যবধি তার কোন খোঁজ-খবর নেই। তাই মা ও ছেলে জাহানারার আশ্রয়ে অভাবের মাঝে কোন রকম দিন যাপন করছে।

এরি মাঝে রাফি আক্রান্ত হয় পেট ফোলা রোগে। অনেক ডাক্তার-কবিরাজ দেখানোর পরও কোন উন্নতি না দেখে অবশেষে শ্বরণাপন্ন হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. মুনিরুল মন্নানের। ডাক্তার অনেক পরীক্ষা-নীরিক্ষার পর জানায় সে বায়োক্রোসিন রোগে আক্রান্ত। যা সরাতে অপারেশন লাগবে। এতে খরচ লাগবে প্রায় চল্লিশ হাজার টাকা। এই অভাবের সংসারে যাদের দু’বেলা ঠিকমত ভাত জোটেনা তারা চল্লিশ হাজার টাকার কথা শুনে এখন পাগল প্রায়। বাক প্রতিবন্ধী দাদী মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে নাতির চিকিৎসার টাকার সন্ধানে। কিন্তু ২ টাকা ৩ টাকা করে কি এত টাকা যোগাড় করা সম্ভব? ছেলে রাফির অপারেশনের জন্য বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার মা। আর্থিক সহায়তা দিয়ে রাফির মুখে হাসি ফোটাতে যোগাযোগের ঠিকানা ০১৫৫৭-৩৪৫৮৮৫ অথবা ০১৫৫৩-৭৮৯৭১৪।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন