মাটিরাঙ্গায় ৫ দফা দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন

12000 copy

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের মতো দশম গ্রেডে অন্তর্ভুক্তি, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদা পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও করস্পেন্ডিং স্কেলে বেতন নির্ধারণ ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান সহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানব বন্ধনে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এরশাদ আলী, সাধারণ সমপাদক মংসাথোয়াই মারমা ও স্কাউট সম্পাদক মো. মুছা মিয়া বক্তব্য রাখেন।

প্রাথমিক শিক্ষকদের দাবি প্রেক্ষিতে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণ করেছেন উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৪ সালে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়ার ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। গত ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের বেতন স্কেল সহকারী শিক্ষকদের হতাশ করেছে উল্লেখ করে বেতন বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপুর্ণ আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

৫দফা দাবি আদায়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম. সহকারী শিক্ষক সমিতির নেতা কাজী মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মো. নাদেরুজ্জামান ও শিক্ষক নেতা মো. আবদুল গফুর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন