মাটিরাঙ্গায় হাজারো মোমবাতি জ্বেলে বর্বর গণহত্যার প্রতি ঘৃণা জানালো জনতা

25.03.2017_Zenoside Day NEWS Pic (13)

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

নতুন প্রজন্মের তাসনিম শাহরিয়ার আর বীর মুক্তিযোদ্ধা মো. মনুছর আলীর হাত ধরে জ্বেলে ওঠা হাজারো মোমবাতি জ্বেলে ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে ঘুমন্ত-নিরস্ত্র সাধারণ বাঙ্গালীর উপর চালানো পাকবাহিনীর বর্বর গণহত্যার প্রতি ঘৃণা জানালো খাগড়াছড়ির মাটিরাঙ্গার হাজার হাজার মানুষ। ২৫ মার্চ কালরাতে বর্বর পাকবাহিনীর হাতে গণহত্যার শিকার মানুষদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে অংশগ্রহণকারীরা।

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সহযোগিতায় ঢাকা-খাগড়াছড়ি সড়কে রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিটি স্থায়ী এ কর্মসুচী পালন করা হয়।

৩০ মিনিট ব্যাপী এ মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর আলী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

জাতির ইতিহাসে ঘৃনিত ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের নামে পাকবাহিনী বাংলাদেশকে পরিণত করেছিল এক মৃত্যুপুরীতে। তিনি বলেন, তরুন প্রজন্মকে এ জঘন্য বর্বরতা সঠিকভাবে ধারণ করতে হবে এবং ইতিহাসের এ নির্মম সত্যটি বিশ্ববাসীকে জানাতে হবে।

রাতের অন্ধকারে ঘুমন্ত, নিরস্ত্র, নিরীহ হাজার হাজার বাঙ্গালিকে নির্বিচারে হত্যা, তাঁদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, মা-বোনদের সম্ভ্রমহানিসহ নজিরবিহীন মানবতাবিরোধী কর্মকান্ডের ভয়াবহতা ভুলে যাবার নয় উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর আলী বলেন, রাজাকার ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সমানের দিকে এগুতে হবে।

হাজারো মানুষের অংশগ্রহণে জাতীয় গণহত্যা দিবসের এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আবুল হাসেম ভুইয়া, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন খোন্দকার, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন