মাটিরাঙ্গায় সরকারী প্রাথমিক শিক্ষকদের প্রতীকি অনশন: স্মারকলিপি প্রদান

17.04.2014_Primary Asst. Teacher News Pic

মাটিরাঙ্গা সংবাদদাতা :

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরীর পদমর্যদা একই শ্রেণিভুক্ত করে প্রধান শিক্ষকের এক ধাপ নীচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদানসহ ১১ দফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার জেলার মাটিরাঙ্গায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে প্রতীকি অনশন করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত প্রতীকি অনশনে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহণ করে। প্রতীকি অনশনে প্রধান অতিথি ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি‘র খাগড়াছড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক মো: মাসুদ পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো: শামছুল হক আকন্দ, মো: ইসমাইল হোসেন, শশাঙ্ক ত্রিপুরা লিটন, সুজন ঘরজা, আবদুস সালাম ও মো: সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঘোষিত ১১ দফা দাবী বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য দুরীকরণে ২০০৫ সালের নীতিমালা অনুসরনের দাবী জানান। তারা প্রশিক্ষনপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১২ ও প্রশিক্ষন বিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩ নির্ধারণের দাবী জানিয়ে বলেন, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান করতে হবে। প্রতীকি অনশন শেষে সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি পেশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন