মাটিরাঙ্গায় বিশ্ব যক্ষা দিবস পালিত

24.03.2017_Brac Rally NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে’ এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক যৌথভাবে এ কর্মসুচীর আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়ক ঘুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর উপজেলা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী নাথ রুবেল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

যক্ষা হলে রক্ষা নেই, এ কথার ভিত্তি নেই উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে চিকিৎসায় যক্ষা সম্পুর্ণরুপে ভালো হয়। যক্ষা এখন আর আতঙ্ক নয়। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচীর (এনটিপি) আওতায় বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসার সুযোগ আছে উল্লেখ করে যক্ষা হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানান বক্তারা।

যক্ষা দিবসের এ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য সেবিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন