মহেশখালীতে আইন-শৃংখলা সভায়  বিদ্যুৎ সমস্যা ও  জেটি ঘাটে যাত্রী হয়রানি নিরসনের দাবি

IMG_0418 copy

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলা মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বধবার সকাল ১১ টায় প্রথম আইনশৃংখলা কমিটি সভা সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় মহেশখালী উপজেলার নিয়মিত ভাবে বিদ্যুৎ সমস্যা নিয়ে নানা ভোগান্তি আলোচনায় স্থান পায়। সভায় উপস্থিত সকল চেয়ারম্যান ও বিভিন্ন জনপ্রতিনিধিরা বিদ্যুৎ সমস্যা নিরসন ও মহেশখালী- কক্সবাজার জেটি ঘাটে যাত্রী হয়রানি বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহব্বান জানান। একই সাথে আসন্ন জন্মাষ্টমী পূজা ও ইদুল আযহা’য় নিরাপদে যাতায়াত ও গরুর বাজারের নিরাপত্তা নিশ্চিত করা, ধলঘাট এলাকায় সম্প্রতি গোলাগুলির ঘটনায় পুলিশ প্রশাসনকে অবহিত করণ, জঙ্গিদের বিরুদ্ধে সজাগ থাকা, জেলেদের ট্রলারে রেডিও শুনা, সিগন্যাল পরবর্তী দ্রুত নিরাপদ আশ্রয় নিয়া সহ বিভিন্ন বিষয় বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে মহেশখালী উপজেলা চেয়ারম্যান মো. হোছাইন ইব্রাহীম এর সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটি সভা অনুষ্টিত হয়। সভায় মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের প্রতি সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। একই সাথে মাতারবাড়ী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেডিসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানান স্থানীয় চেয়ারম্যান মাষ্টার মাহমুদ উল্লাহ।

সভায় কৃষি কর্মকর্তা শামশুল আলম মহেশখালীর বিভিন্ন হাট বাজারে লাইসেন্সবিহীন সারের দোকান ও মুদির দোকানে কিঠনাশক বিক্রয়ের অভিযোগ তুলেন। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক মহেশখালী রোগি কল্যাণ তহবিলে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এছাড়াও স্থানীয় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহামদ মহেশখালী সদর হয়ে সরাসরি চট্টগ্রামের সাথে বাস সার্ভিস চালু করার দাবি জানান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও জন গুরুত্বপূর্ণস্থানে ব্রীজ নির্মানের তথ্য প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান মো. হোছাইন ইব্রাহীম, সহকারী কমিশনার ভূমি বিভীষণ কান্তি দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, জেলা আওয়ামীলীগ নেতা ডাক্তার নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, সাবেক পৌর প্রশাসক এম. আজিজুর রহমান, চেয়ারম্যান মাহমুদ উল্লাহ্, কামরুল হাছান, মোস্তফা কামাল, মীর কাসেম চৌধুরী, নুরুল হক, জিহাদ বিন আলী, টিএইচও ডা. সুচিন্ত চৌধুরী, বন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা সদস্য রাহেনা বেগম, মৌ. আবু ছৈয়দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও রাজনিতিক ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন