ভেসে উঠেছে বিশাল মাছ, দেখতে বাঁকখালী নদীর দু’পাড়ে উৎসুক জনতার ভিড়

ramu pic fish (2) 06.09

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ এলাকায় বাঁকখালী নদীতে একটি বড় মাছ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরের আগ থেকে বিকাল পর্যন্ত ওই মাছটি কাউয়ারখোপ ইউনিয়নের বাঁকখালী নদীর বাদুইজ্জাকুম নামক স্থানে খেলা করছিলো। সারাদিন কয়েক মিনিট পরপর মাছটির দেহের একাংশ পানির উপরে তুলে এনে খেলা করার এ দৃশ্যটি দেখতে নদীর দুপাড়ে ভীড় করে শত শত উৎসুক নারী-পুরুষ।

ওই এলাকার বাসিন্দা কাউয়ারখোপ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার এম আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, কালো রংয়ের মাছটির ওজন প্রায় ৩/৪ মন হতে পারে। এটি উন্নত জাতের মাগুর বা কৈ মাছ বলে এলাকাবাসী ধারণা করেছে।

স্থানীয় জানা যায়, কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে বাঁকখালী নদী এখন পানিতে একাকার। তাই কয়েকজন জেলে জাল নিয়ে ওই মাছটি ধরার জন্য গেলেও ভয়ে নামার সাহস পাননি কেউই। কারন হিসেবে জানা গেছে, এক বছর পূর্বে বাঁকখালী নদীর বাদুইজ্জাকুম নামক এ স্থানে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারায় নাফিসা ও নাঈমা নামের দুই মাদরাসা ছাত্রী। ফলে স্থানটি এমনিতেই আতঙ্কের। এরপরও স্থানীয় কয়েকজন জেলে মাছটি ধরার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

কাউয়ারখোপ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, মাছটি আকারে অনেক বড়। এটি জাল দিয়ে ধরাও কষ্টসাধ্য। তিনি আরো জানান, মাছটি এর আগে লোকজন বাঁকখালী নদীর শিকলঘাট এলাকাতেও দেখেছিলো। এখন এখানে ঠাঁই নিয়েছে। এটা নিয়ে মানুষের মাঝে কৌতূহল বিরাজ করছে।

এলাকার কয়েকজন প্রবীন ব্যক্তি জানান, বাঁকখালী নদীর ২২ কিলোমিটার এলাকার মধ্যে কাউয়ারখোপ বাদুইজ্জাকুম এলাকাটি হচ্ছে সবচেয়ে গভীর। এ কারনে বিশাল মাছটি নদীর এ গভীর স্থানকে বেছে নিয়েছে বলে তাদের ধারণা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন