বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন-স্কেল নির্ধারণের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা।

শুক্রবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ।

লিখিত বক্তব্যে বলা হয়, অষ্টম জাতীয় পে-স্কেল অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদদের ১৪তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করা হয়। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেও প্রধান শিক্ষক থেকে ৩ ধাপ নিচে বেতন পাচ্ছে সহকারী শিক্ষকরা।

একই শিক্ষাগত যোগ্যতা হওয়া সত্ত্বেও এমন বেতন বৈষম্য অভিযোগ তুলে এর নিরসন চান সহকারী শিক্ষকরা। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন স্কেল নির্ধারণ করতে সরকারের প্রতি দাবি জানান।

২২ ডিসেম্বরের মধ্যে বেতন স্কেল নির্ধারণের দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করার কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এমিলি দেওয়ান, সদর উপজেলা সভাপতি মনিরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম, রামগড় উপজেলা সভাপতি আবুল কাশেম, মহালছড়ি উপজেলা সভাপতি মংশেনু মারমা, দীঘিনালা সভাপতি সুভাষ দত্ত চাকমা, মানিকছড়ি সভাপতি চিংলাপ্রু মারমা, পানছড়ি সভাপতি সুজেশ কুমার ত্রিপুরা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন