বিশ্ব নারী দিবস উদযাপনে থানচিতে মানববন্ধন

IMG_5762 copy

থানচি প্রতিনিধি:

“নারী-পুরুষ সমতায় উন্নয়নে যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব নারী দিবস ২০১৭ উপলক্ষে থানচিতে  মানববন্ধন করা হয়েছে। উপজেলা প্রশাসন,  মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০টায় থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের  প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের সময় নারী শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা স্বতষ্ফূর্ত অংশ নিয়ে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, শিশু ও মহিলা বিষয়ক কার্যালয়ের প্রধান সহকারী (অফিস) মোহাম্মদ উমরান হোসেন প্রমুখ ।

বক্তারা বলেন , নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ সহনশীলতা বজায় ও ৮ই মার্চ বিশ্ব নারী দিবস সফলভাবে  উদযাপনে দেশব্যাপী মানববন্ধনে অংশ হিসেবে আমরাও কর্মসূচিতে অংশ নিয়েছি ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন