বালুখালীতে বার্মিজ পন্য ও বিয়ার আটক

প্রেসবিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের রহমতের বিলে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অভিযান চালিয়ে বার্মিজ পন্য ও বিয়ার আটক করে।

শনিবার (২৪মার্চ) দুপুরে গনমাধ্যমে আঠান এক প্রেসবিজ্ঞপ্তিতে তারা এ তথ্য যানানো হয়।

বিজ্ঞ প্তিতে বলা হয়, ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের রহমতের বিল নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৯০ প্যাকেট বার্মিজ ক্যালসিয়াম মূল্য ৩৬,০০০ টাকা, ২৩৪ পীস বার্মিজ থামি মূল্য ১,১৯,৯০০ টাকা, ৭১ পীস বার্মিজ লেহেঙ্গা মূল্য ২,২৬,৫০০ টাকা এবং ৩২ পীস বার্মিজ উড়না মূল্য ৯,৬০০ টাকা জব্দ করতে সক্ষম হয়।

পরবর্তীতে বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৬৫৫ ক্যান বার্মিজ বিয়ার মূল্য ১,৬৩,৭৫০ টাকা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৫,৫৫,০৫০ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন