বান্দরবানে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

Jamir Bandarban news 29.1
স্টাফ রিপোর্টার :

বান্দরবানে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসকে মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসাপ্রু, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ মেলায় ইনোভেশন বিষয়ক সেমিনার, ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিল্ম শো সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

এছাড়াও মেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসমূহের তথ্য সেবা কেন্দ্রসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির সেবা তুলে ধরতে ৩০টি স্টল বসেছে। মেলার শুরুর পর থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী মেলা প্রাঙ্গণে ভিড় জমায়। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা মেলায় তথ্য প্রযুক্তির সেবা দেখতে ভিড় জমায় সবচেয়ে বেশি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তথ্য প্রযুক্তির সেবা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ জানুয়ারি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন