বান্দরবানে সন্ত্রাসী হামলা, আটক-৪

Bandarban pic-28.4

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের পৌর এলাকায় সন্ত্রাসী হামলায় আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় চারজনকে পুলিশ আটক করেছে।

সূত্র জানায়, সদর উপজেলার হ্লাপাইমুখ পাড়া থেকে বিয়ে খেয়ে ফেরার পথে বৃহস্পতিবার রাত বারটার দিকে বান্দরবান শহরের কালাঘাটা সিসিডিবি অফিস সামনে দুটি মাহেন্দ্র গাড়ির গতি রোধ করে স্থানীয় সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির ব্যক্তিগত গাড়ি চালকসহ অন্তত আটজনকে মারধর করে আহত করে। দুইজনের সাস্থ্যের অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেছে চিকিৎসক।

আহতরা হলেন, পার্বত্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালক মংনুচিং মারমা(৩১), বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি চালক চ প্রু অং মারমা (৩০), সিভিল সার্জনের গাড়ি চালক অংথুইচিং মারমা(৩৩), জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক উশৈসিং মারমা(৩১) ও রুমা উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক শৈসাউ মারমা(২৮)। অন্যদের নাম জানা সম্ভব হয়নি।

আহতদের মধ্যে আশঙ্কাজনক গাড়ি চালক মংনুচিং মারমা ও চপ্রুঅং মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেক) এ পাঠানো হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে উশৈসিং মারমা বলেন, আমরা গাড়ি চালকরা ১২জনের সবাই মিলে দুটি মাহেন্দ্র গাড়ি নিয়ে  হ্লাপাইমুখ পাড়ায় এক বন্ধুর বিয়ে খেয়ে ফেরার পথে রাত প্রায় বারটার দিকে বান্দরবান শহরের কালাঘাটা সিসিডিবি অফিস সামনে বিনা উস্কানিতে সন্ত্রাসী শিহাদ ও শহীদ নামে দুই ক্যাডারের নেতৃত্বে প্রায় বিশ জনের মত একদল সশস্ত্র দল আমাদের গাড়ি থামিয়ে এলোপাথারি লাঠি সোটা ও প্যারেক যুক্ত বাটাম দিয়ে হামলা চালাতে থাকে।

শৈসাউ মারমা জানান, আমাদের উপর হামলার ঘটনায় নেতৃত্ব দেন শিহাদ ও শহীদ  নামে দুই ক্যাডার। হামলায় আমার হাত ভেঙ্গে গেছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. অংসুই জানান, আহতদের মধ্যেই আশঙ্কাজনক অবস্থায় চপ্রুঅং মারমা ও মংনুচিং মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক এসআই বেলাল বলেন, পুলিশ অভিযান চালিয়ে মো. সাদ্দাম, টিটু বড়ুয়া, বেলাল ও মো. জাহাঙ্গীর নামে চারজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা সবাই সরকার দলীয় সমর্থক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন