বান্দরবানের পাহাড়ে চলবে ট্রেন

Bandarban dc-pic-10.5

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানে রেল লাইন স্থাপনের ব্যাপারে জেলা প্রশাসনের সাথে রেলওয়ে কনসালটেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বীপাক্ষিক বৈঠকে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে অপারেশন স্পেশালিস্ট এস কে হাবিবুল্লাহ। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রেলওয়ে ট্রাক প্রকৌশলী সিরাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুখ আহম্মদসহ। সভায় অন্যান্যদের মাঝে সড়ক ও জনপদ বিভগের, এলও শাখার, এলজিইডি প্রতিনিধি ও নাইক্ষংছড়ি উপজেলার জনপ্রতিনিধি ও হেডম্যান কারবারি উপস্থিত ছিলেন।

এস কে হাবিবুল্লাহ বলেন, দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে ঘুনধুম পর্যন্ত রেল লাইন স্থাপন করা হবে। এরই মধ্য নকশা ও সার্বেয়ার করা হয়েছে। আগামী আগস্ট মাসের দিকে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ বিতরণ শুরু করবে সরকার।

তিনি বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার ও রামু থেকে ঘুনধুম পর্যন্ত ২৮ কি:মি: পর্যন্ত ১২৯ কিলোমিটার রেল সড়ক নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত চার লেনের রেল লাইনের কাজ শিঘ্রই শুরু হবে।

আরও খবর পড়ুন

বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলেই পাহাড়ের কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে- বীর বাহাদুর

নৌ-পরিবহন সপ্তাহ উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা

কক্সবাজারে বাংলাদেশ স্কাউটস এর আঞ্চলিক মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাহাড়, বান্দরবান, রেল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন