বান্দরবানে রবিবার আধাবেলা যান চলাচল বন্ধ থাকবে


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে বান্দরবানে রবিবার আধাবেলা গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্ধ।

রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দু’টা পর্যন্ত বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ সড়কের রুমা, থানচি ও রোয়াংছড়িসহ জেলার সাতটি উপজেলায় আধাবেলা বাস বন্ধ থাকবে। দুপুর দু’টার পর থেকে সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে জানাগেছে।

শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদ উপ-নির্বাচন পরিষদের চেয়ারম্যান সুব্রুত কান্তি দাশ (ঝন্টু বাবু) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সুব্রুত কান্তি দাশ জানান, বান্দরবান জেলা শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন উপলক্ষে আধাবেলা পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাইরে থেকে আগত যে কোন বাস, কোচ বা মিনিবাস নিয়ে পর্যটকরা শহরের মধ্যে নিরাপদে ঢুকতে ও বেড়াতে পারবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন