বান্দরবানের গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে পুর্ণার্থীর ঢল

Bandarban cibor pic-23.10.2014

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের কালাঘাটায় গৌতম বিহার আম্্রাকানন বৌদ্ধ পল্লীতে কঠিন চীবর দানোৎসব করা হয়েছে। উৎসবে বৌদ্ধধর্মালম্বী হাজারো নারী পুরুষ পুণ্যার্থীর নামে ঢল। মহামানব গৌতম বুদ্ধের প্রধান সেবিকা বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘন্টার মধ্যে সম্পাদিত ওই মহাদানযজ্ঞ বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সমবেত অগণিত পূণ্যার্থীর মাঝে ধর্মীয় দেশনা দেন ভদন্ত সংঘপ্রিয় মহাস্থবির। অনুষ্টানে প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত এস লোকজিত থেরো।

ওই সময় ভদন্ত এস লোকজিত থেরো বলেন, লোভ, মোহ, দ্বেষ মানুষকে পাপের পথে ঠেলে দেয়। আর কুশল কর্ম মানুষের মাঝে সুখ-শান্তি আনে। কাজেই সব পাপকর্ম পরিহার করে কুশল কর্ম সম্পাদনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। গৌতম বিহার পরিচালনা কমিটির সভাপতি অনিল বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র জাবেদ রেজা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষি পদ দাশ, ওয়ার্ড কমিশনার অজিত দাশ উপস্থিত ছিলেন।

বুধবার চরকায় সুতা কেটে রাতব্যাপী বেইন বোনা ও চীবর তৈরি (বৌদ্ধ ভিক্ষুদের ব্যবহার্য গেরুয়া কাপড়) শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দানকার্য উৎসর্গ করা হয়। ভিক্ষুসংঘের প্রাত:রাশ, বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা,মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনসহ ব্যাপক কর্মসূচি পালিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন